ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মহিপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বনার্ঢ্য র‌্যালি মহিপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ সিপিপির সদস্যরা অংশগ্রহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বে- সরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।


সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিম ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপান প্রতিনিধী মারিসান। সন্মানিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি, প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ, কলাপাড়া উপজেলা কর্মকর্তা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান, হারুন মাস্টার, সিপিপি পক্ষে বক্তব্য দেন ১নং ইনিটের টিম লিডার মো. মনিরুল ইসলাম।


স্বাগত বক্তব্য রাখেন গুগনেইবারস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সুজয় সরকার ও আফিয়া ফেরদৌস খান. প্রোগ্রাম অফিসার গুডনেইবারস ডিআরআর প্রজেক্ট।

ads

Our Facebook Page